নারায়ণগঞ্জের রুপগঞ্জে গৃহবধূ গনধর্ষণের ঘটনার মামলায় মোক্তার (২৫) ও খোকন (৩০) নামে দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ রায় প্রদান করেন। রায় শোনানীর সময় আসামীরা পলাতক ছিলেন।
গত ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারী রুপগঞ্জ উপজেলার ছেনাব গ্রামে গৃহবধূ গনধর্ষণের শিকার হয়। এর আগে এ ঘটনায় ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারী ভুক্তভোগীর স্বামী রুপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ছোনাব গ্রামের শক্কুর আলীর ছেলে মো. মোক্তার (২৫) ও একই গ্রামের মো. আমিনের ছেলে মো. খোকন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
মামলার ঘটনার বিবরণে তিনি জানান, ভুক্তভোগী ও তার স্বামী উভয়ই পেশায় শ্রমিক। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারী দুপুরে স্ত্রীকে উপজেলার ছোনাব গ্রামের ভাড়া বাসায় একা রেখে কাজে যায় স্বামী। এই সুযোগে সন্ধ্যায় আাসামী মোক্তার দেয়াল টপকিয়ে তার ঘরে প্রবেশ করে। পরে জোরপূর্বক মোক্তার ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণ করে। পর্যায়ক্রমে মোক্তারের সাথে থাকা অপর অজ্ঞাত আসামীরা পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করেন আসামীরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আজ সেই দুজন আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।
গৌতম / সুপ্তি / দীপ্ত সংবাদ