এবার নান্দনিকতার ছোঁয়ায় সেজেছে বইমেলার স্টল ও প্যাভিলিয়ন। গ্রামীণ ঘরের আদলে খড়কুটো ও বাঁশের তৈরি স্টলগুলো মন কেড়েছে লেখক পাঠক ও দর্শনার্থীদের।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। মেলার নবম দিনেও ছিল বইপ্রেমিদের ভিড়। গত দুই বছরের তুলনায় এবারের বইমেলা অনেকটাই ভিন্ন। খড়কুটো ও বাঁশের তৈরি স্টলগুলোতে শোভা পাচ্ছে বাবুই পাখির বাসা। যা সহজেই আকৃষ্ট করছে শহুরে জীবনের বইপ্রেমিদের। প্রকাশকরা বলছেন, দেশি সংস্কৃতির বিকাশে গ্রামীণ আবহ তুলে ধরার চেষ্টা করেছেন তারা।
অমর একুশে গ্রন্থমেলার নবম দিনে নতুন বই এসেছে ১২৩টি। এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাড়ঁলো ৭৬৫টিতে।