নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় ১৬ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব–৫। শুক্রবার (২৬ মে) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব–৫, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ নুরল হুদা জানান, বৃহস্পতিবার (২৫ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো– নাটোর সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে ফজলুর রহমান(৫৭), মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে হযরত আলী (৫২), মকবুল হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৩), মৃত মহরম আলীর ছেলে আব্দুল মজিদ(৩৭) ও শামীম হোসেনের স্ত্রী হাসি(৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দকৃত গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করে।
এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।
সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ