নাটোরের নলডাঙ্গায় শালিক ও বক পাখি অবমুক্তসহ শিকারের কাজে ব্যবহৃত ৮শ হাত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় স্থানীয়দের এক সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পরিবেশকর্মীরা। এসময় জালসহ আটক পাখি উদ্ধার করে তারা।
পরিবেশকর্মী ফজলে রাব্বী জানায়, স্থানীয়দের সংবাদে মাধনগর এলাকায় যায় পরিবেশকর্মীরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। শিকারের কাজে ব্যবহৃত জালে বেশ কয়েকটি শালিক ও বক পাখি আটকে থাকতে দেখা যায়।
পরে পাখিগুলো জাল থেকে মুক্ত করে আকাশে উড়িয়ে দেয়া হয়। সেই সাথে শিকারে কাজে ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ