মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

বিদায় বেলায় মুসল্লিদের ভালোবাসায় কাঁদলেন ইমাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরে দীর্ঘ ৩৫ বছর ইমামতি করায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় কাঁচারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোতালেব হোসেনকে(৭২) সংবর্ধনা শেষে রাজকীয় বিদায় জানান এলাকাবাসী।

শুক্রবার (১২ জুলাই) কাঁচারিপাড়া মহল্লায় সকাল থেকেই ইমামকে বিদায় দেয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে স্থানীয়রা।

প্রিয় ইমামকে বিদায় দিতে সাজানো হয় ঘোড়ার গাড়ি। আয়োজন করা হয় অন্তত এক হাজার জনের খাবার। দুপুরে জুম্মার নামাজ শেষে ৭২ বছর বয়সী ইমামকে হাত ধরে ঘোড়ার গাড়িতে তোলেন এলাকাবাসী। ঘোড়ার গাড়ির সামনেপেছনে অন্তত দুই শতাধিক মোটরসাইকেলের বহর যথাযথ সম্মান দেখিয়ে পাঁচ কিলোমিটার দূরে চলনালি গ্রামে ইমাম সাহেবের নিজ বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী।

ঘোড়ার গাড়িতে ওঠার আগে শেষবারের মতো উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চান ইমাম মোতালেব হোসেন। দীর্ঘ ৩৫ বছর ইমামতি করার পর মুসল্লিদের এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে অশ্রুশিক্ত হন তিনি।

এ সময় বিদায়ি ইমাম মোতালেব হোসেনের হাতে এলাকাবাসীর পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল হক শেখ।

মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন জানান, ইমাম সমাজের নেতা। তেমনভাবে ইমামদের প্রাপ্য সম্মান কোথাও দেয়া হয় না। এলাকাবাসীর উদ্যোগে ইমামকে যে আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

 

সাহেদুল আলম/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More