যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত নাইট্রোজেন গ্যাস দিয়ে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার জানানো হয়, পরবর্তী ৩০ ঘণ্টার মধ্যে আলাবামা অঙ্গরাজ্যে কেনেথ ইউজিন স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরে একই দিন রাত ৮টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করা হয় স্মিথকে।
এ মৃত্যুদণ্ড কার্যকরে বিশেষভাবে তৈরি একটি মাস্ক পরানো হয় আপরাধীকে। ওই মাস্কের ভেতর দিয়ে অক্সিজেন চলাচলের কোনো সুযোগ থাকেনা। মাস্কটি নাইট্রোজেন ভর্তি একটি সিলিন্ডারের সঙ্গে যুক্ত থাকে। গ্যাস শরীরে প্রবেশের মধ্য দিয়ে মৃত্যু হয় আসামীর।
বিতর্কিত এ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিরোধীতা করেছিলেন চিকিৎসকরা। এর আগেও দুই দফায় স্মিথের দণ্ড কার্যকর করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কেনেথ ইউজিন স্মিথ ১৯৮৯ সালে এক ধর্ম যাজকের স্ত্রী এলিজাবেথ সেনেটকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন।
আরও পড়ুন: হুথিদের হামলায় বিপাকে ইসরায়েল ও তার মিত্ররা
এসএ/দীপ্ত নিউজ