নদী ও বনের ভেতরে বোর্ডিং করে সাড়া ফেলেছে রাশিয়ার তিন বছরের এক শিশু। এরইমধ্যে জিতেছে অনেক পুরস্কারও।
বয়স মাত্র তিন বছর। তাতে কি? বড়দের মতই বোর্ডিং করছে রাশিয়ার নিজনেকামস্ক শহরের জারা ইভানোভা নামে এই শিশু। বিশেষভাবে তৈরি বোর্ডে, কখনো নদীতে, আবার কখনো চলছে বনের ভেতর পাতাভর্তি রাস্তায়।
শিশুটি বলেন “নদীর ঢেউ এবং তুষারের ওপর আমি বোর্ডিং করতে পছন্দ করি।”
এজন্য এক বছর বয়স থেকে বাড়িতে প্রশিক্ষণ আর অনুশীলন চলে জারার। পানিতে ওয়েকবোর্ড চালানো শুরু তিন বছর বয়সে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম তালিকাভুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে পরিবার।
জারার বাবা জানান “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, তারা এখন রাশিয়ার ক্রীড়াবিদদের নিবন্ধন করে না। ওকে বিশ্ব রেকর্ডে তালিকাভুক্ত করতে হলে ইন্টার রেকর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ই-মেইলে তাদেরকে ভিডিওসহ প্রয়োজনীয় সব তথ্য প্রমাণ পাঠিয়ে, আবেদন করেছি।”
সবচেয়ে ক্ষুদে ওয়েকবোর্ডার হিসেবে এরইমধ্যে জারার নাম উঠেছে রাশিয়া এবং ইন্টাররেকর্ডের তালিকায়।