নতুন ফরম্যাটে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ। এবারের আসরে খেলবে ৩৬টি দল। প্রথম দিনেই হবে ৬টি ম্যাচ। আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও বায়ার্ন মিউনিখের মত ক্লাবগুলো।
চ্যাম্পিয়ন্স লিগকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করতে এবার দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ফরম্যাট বদলানো হয়েছে। আগে ৩২ দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেললেও এবার খেলবে ৩৬টি দল। থাকছে না কোনো গ্রুপপর্ব। খেলা হবে রাউন্ড বরিন ফরম্যাটে। প্রথম রাউন্ডে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে ভিন্ন আট দলের বিপক্ষে।
প্রতিপক্ষ বাছাইয়ে বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে ৯টি করে দল নিয়ে চারটি গ্রুপ তৈরি করা হয়। প্রতিটি গ্রুপ থেকে নেয়া হয় দুটি দল। একই দেশের দুটি ক্লাব প্রথমপর্বে পরস্পরের বিপক্ষে খেলবে না এবং একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে। আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। বাকি আটটি নির্বাচন হবে প্লেঅফ খেলার মাধ্যমে। ২০২৫ সালের ৩১ মে হবে টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
এবারের আসরের প্রথম দিনেই মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে সফল আর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জার্মানির স্টূটগার্ট।
আরেক ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে দুই দল মুখোমুখি হয়েছে চারবার। প্রত্যেকে জিতেছে দুটি করে ম্যাচ।
এছাড়া জার্মানির বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জেগরেভ। আর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা খেলবে সুইস ক্লাব ইয়ং বয়েজের সাথে।
এজে/ইশান হাসান/ দীপ্ত সংবাদ