শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬

নড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ফল ব্যবসায়ীর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শরীয়তপুরের নড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে নড়িয়া শরীয়তপুরনড়িয়া সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে এবং নড়িয়া বাজারের একজন ফল ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ খান নড়িয়া বাজারের একজন ফল ব্যবসায়ী। শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে তিনি নড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়িয়া প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More