নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে ‘স্বাস্থ্য নিরাপত্তা স্কিম‘ (এসএনএস) নামে একটি স্বাস্থ্যবিমা পলিসি চালু হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সাজেদা ফাউন্ডেশন ও হারপিক–এর সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এ কার্যক্রম উদ্বোধন করে।
এ কার্যক্রমের আওতায় পরিচ্ছন্নতা কর্মীদের ‘এসএনএস সুরক্ষা কার্ড’ দেওয়া হবে। যার মাধ্যমে তারা ৪ শতাধিক তালিকাভুক্ত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ, ওষুধ ও ডায়াগনস্টিক সেবার উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এই পলিসি গ্রহণের জন্য একজন পরিচ্ছন্নতা কর্মীকে বছরে মাত্র ১৯৯ টাকা প্রিমিয়াম দিতে হবে।
কোনও গ্রাহক মৃত্যুবরণ করলে এ পলিসি‘র আওতায় তার পরিবার ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে।
ডিএনসিসি সদরদপ্তরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, সাজেদা ফাউন্ডেশন উপ–প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক এবং অন্য অতিথিরা ‘এসএনএস সুরক্ষা কার্ড‘ মোড়ক উন্মোচন করেন।
বর্জ্য ও পরিচ্ছন্নতা কর্মী এবং তাদের পরিবারের জন্য ‘ওয়াটার এইড বাংলাদেশ‘ এবং বিমা সেবা প্রদানকারী ‘চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স‘ সহযোগিতায় সাজেদা ফাউন্ডেশন ২০২২ সালে স্বাস্থ্য নিরাপত্তা স্কিমটি গড়ে তোলে। পরবর্তীতে, কর্পোরেট অংশীদার হিসেবে ‘হারপিক‘ এই কর্মসূচিতে যোগ দেয়। ইতোমধ্যে ৫ হাজারের ও বেশি পরিচ্ছন্নতা কর্মী এই স্কিমের আওতায় এসেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলম। এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন, সাজেদা ফাউন্ডেশন, হারপিক বাংলাদেশ, এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ এবং পরিচ্ছন্নতা কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘স্বাস্থ্য বিমা‘ পরিচ্ছন্নতা কর্মীদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলেও তারা এর কভারেজের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছেন। উত্তর সিটি কর্পোরেশনে বেতনভুক্ত আড়াই হাজার এবং আউটসোর্সড আরও ৫ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। আমরা তাদের সবাইকে স্বাস্থ্য বিমার আওতায় আনার প্রচেষ্টা চালাবো।
সাজেদা ফাউন্ডেশন উপ–প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, “নগরের নিম্ন আয়ের কর্মীদের, বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত ঘাটতি মেটাতে এই কার্যক্রমটি গড়ে তোলা হয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ডিএনসিসি দেড় হাজার পরিচ্ছন্নতা কর্মীর স্বাস্থ্য বিমা প্রিমিয়াম প্রদান এবং সাজেদা ফাউন্ডেশন ও হারপিক–এর ১ হাজার কর্মী বিমা প্রিমিয়াম প্রদান করছে।
মাসউদ/এসএ