শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

নকল সরবরাহের দায়ে মাদ্রাসা শিক্ষকসহ আটক ১০

বরগুনার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ ১০ জন আটক হয়েছেন। রবিবার (৭ মে) ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

আটকরা হলেন: উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো.নাজমুল ও শিক্ষিকা মোসা.ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো.মনোয়ার হোসেন, বাকিরা হলেন, ইয়ামিন, মো.ওবায়দুল, সাফা মনি, মো.ওবায়দুল, মো.কামাল, শাহ নওয়াজ।

জানা যায়, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা নকল সরবরাহে জড়িত থাকার সুনিদিষ্ঠ অভিযোগের ভিত্তিতে তালতলী  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা মাদ্রাসার (কেন্দ্রের) পাশে একটি বাসা থেকে নকল সরবরাহের সময় তাদের হাতেনাতে নকলসহ আটক করে। পরে তাদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও আমতলী মাদ্রাসা পরীক্ষা চলাকালীন সময়ে কর্তব্যে অবহেলা ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার দায়ে ৪ জন কক্ষ প্রত্যবেক্ষককে বহিস্কার ও অপর ৪ জন কক্ষ প্রত্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More