নওগাঁয় বিষমুক্ত শীতের সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাউ, শিম, বেগুনসহ নানা সবজি উৎপাদন করছেন তারা। বাজারে এসব সবজির চাহিদাও বেড়েছে।
নওগাঁ সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে, প্রায় ২ বিঘা জমিতে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ও সেক্স ফেরোমন ট্যাব ব্যবহার করে বিভিন্ন জাতের লাউ, শিম ও বেগুনের চাষ করছেন আব্দুল আজিজ। বিষমুক্ত ভাবে উৎপাদন করা হচ্ছে এসব সবজি। অনেক পাইকার সবজি ক্ষেতে এসে, কিনে নিয়ে যাচ্ছেন এগুলো।
বিষমুক্ত সবজি চাষ করতে, নওগাঁর ১১টি উপজেলায় আধুনিক পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। নওগাঁয় চলতি মৌসুমে ৮ হাজার ৮শ হেক্টর জমিতে, আগাম জাতের শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।