ঢাকাস্থ ধামরাই উপজেলার গ্রামীণ ব্যাংক, সুয়াপুর শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরবাইকে করে ২জন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ‘ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে তাকিয়ে আগুন দেখতে পাই। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই এসে আগুন নিভিয়ে ফেলে।‘
ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ৬টি শাখা রয়েছে, এরমধ্যে ৫টি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে।
তিনি আরও বলেন, সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংক শাখার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ