গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উত্তর পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষের স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের আন্দোলন–সংগ্রামের ফলশ্রুতিতে গৃহীত বিশাল এই প্রকল্পের কাজ দেখতে প্রতিদিনই প্রচুর লোক সেখানে ছুটে আসছে। আনন্দে উৎফুল্ল তারা।
সৌদি সরকারের অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকায় ১ হাজার ৪৯০ মিটার (প্রায় দেড় কিলোমিটার) দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্থ এই সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। দুপাশে এক কিলোমিটার করে অ্যাপ্রোচ সড়কসহ মূল সেতুটি নির্মাণে ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ৩৬৭ কোটি ৯৮ লাখ ১৩ হাজার টাকা।
ইতোমধ্যে পুরো প্রকল্পের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে এলজিইডির গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম জানান, তিস্তা সেতুসহ পুরো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করাকে চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি। সে অনুযায়ী কাজ চলছে। পাইলিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সড়ক উন্নয়নের কাজও দ্রুতগতিতে চলছে।
ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ