মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তারা বলছেন, বাংলাদেশ এগিয়েছে অনেক কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে পার করতে হবে আরও অনেকটা পথ। দ্রব্যমূল্যের লাগাম টেনে স্বাধীনতার সুফল পৌঁছাতে হবে খেটে খাওয়া মানুষের ঘরেও।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, মহামুক্তির আনন্দ ঘোর এক দিন। এমন এক নতুন উল্লাস, যা জাতিকে প্রাণ সঞ্চার করে সজিবতা এনে দেয়। বাঙালি খুঁজে পায় তার আপন জাতীয়তাকে।
এমন দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষের। হাতে ফুল, কপালে বাংলাদেশের পতাকা নিয়ে দলে দলে এগিয়ে যান বেদির দিকে।
বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা আর ভালোবাসার রঙে রঙিন হয়ে ওঠে স্মৃতিসৌধের বেদি। নিরবে দাঁড়িয়ে বীর সন্তানদের স্মরণ করে জানান, বাংলাদেশ বিনির্মানে নিজেদের প্রত্যাশার কথা।
আরও পড়ুন: বিজয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বিজয়ের ৫৩ বছর ঠিক এমন সময় পালন হচ্ছে পৃথিবীতে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল। তাই শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি দরকার গণতান্ত্রিক চর্চা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ