দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনে শুনানীতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫১জন।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এসব আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
দ্বিতীয় দিনে ১০০ জনের আপিল শুনানি হয়। শুনানিতে ৯২টি আবেদন নিষ্পত্তি করা হয়। এতে ৫১ প্রার্থীকে বৈধ ও বাতিল হয়েছে ৪১ জনের আপিল। আর বাকি ৮ জনের আবেদন নিষ্পত্তি করেনি কমিশন।
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব আপিলের নিষ্পত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
এর আগে, প্রথমদিনে ৯৪ জনের আবেদন নিষ্পত্তি করে ইসি। প্রথমদিন প্রার্থিতা ফিরে পান ৫৬ জন। আর বাতিল হয় ৩২ জনের আবেদন। এছাড়াও ৬ জনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানায় কমিশন।
এসএ/দীপ্ত নিউজ