বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পত্র (এনওসি) পেয়েছে নতুন ফিনটেক প্রতিষ্ঠন লেনদেন (বিডি) লিমিটেড। পেমেন্ট সিস্টেম অপারেটর হিসাবে সারা বাংলাদেশে হোয়াইট লেবেল এটিএম ও মার্চেন্ট অ্যাকুইয়ারার (ডব্লিউএলএএমএ) নেটওয়ার্ক পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) লাভ করেছে।
বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ০২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনাপত্তি পত্র লাভ করে ফিনটেক প্রতিষ্ঠান ‘লেনদেন’। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তারা লেনদেন লিমিটেডের চেয়ারম্যান সাজিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সিদ্দিকীর হাতে অনাপত্তি পত্র তুলে দেন।
লেনদেনের চেয়ারম্যান সাজিদুর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এখন স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করছি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফিনটেক বিপ্লবের অগ্রযাত্রায় এগিয়ে যেতে আমরা কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য পেমেন্ট সিস্টেমে কার্যকর অবস্থান তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি আর্থিক সংযুক্তির প্রচেষ্টা বাড়ানো।’ প্রতিষ্ঠানটি দেশে প্রচলিত সকল ব্যাংকের কার্ড থেকে লেনদেন সাপোর্ট করার মাধ্যমে নিজস্ব ব্যানারে এটিএম, পিওএস এবং কিউআর ভিত্তিক পরিসেবা সরবরাহ করবে।
লেনদেন এর বিস্তারিত জানা যাবে: lenden365.com ওয়েবসাইট থেকে।
 
  dadmin
dadmin 
  
  
 