দেশে আট বিভাগে ঝড়–বৃষ্টি ও বজ্রবৃষ্টির এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (০৩ মে) আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কয়েকটি জেলার তাপমাত্রা কমবে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী বান্দরবান, পটুয়াখালী ও বরিশাল জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস ।
আজকে ঢাকায় সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে পূর্বাহ্ন এবং সূর্যাস্ত ৬ টা ২৮ মিনিটে অপরাহ্ন।
অনু/দীপ্ত সংবাদ