চলতি আগস্টে রেমিট্যান্সে প্রবৃদ্ধির দেখা মিলেছে। আগস্ট মাসের ২৮ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন অর্থাৎ ২০৭ কোটি মার্কিন ডলার, যা গত বছর একই সময়ে ছিল ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ২৮ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২০৭ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রার হিসাবে ২৪ হাজার কোটি টাকা। গত বছরের একই সময় রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ডলার। সে হিসেবে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৩১ শতাংশ।
রেমিট্যান্স বৃদ্ধির প্রভাব পড়েছে বিদেশি মুদ্রার রিজার্ভে। চলতি মাসের শুরুতে কমলেও শেষের দিকে কিছুটা বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী আগস্ট মাসের ২৮ তারিখ পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ কোটি বা ২০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। গত জুলাই মাসের একই সময়ে রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। সে হিসেবে সামান্য কিছু বেড়েছে রিজার্ভ।
এদিকে বিদেশি মুদ্রার রিজার্ভ কিছুটা বাড়লেও নিট বা প্রকৃত রিজার্ভে তেমন পরিবর্তন হয়নি। বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভ শুধু আইএমএফকে (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) দেওয়া হয়। প্রকাশ করা হয় না। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, বর্তমানে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ নেমেছে ১৫ বিলিয়নের ঘরে।
উল্লেখ্য, জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন ও প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের কারণে দেশের রেমিট্যান্স প্রবাহে বড় রকমের ভাটা পড়ে। গত মাসে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা ছিল ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
এসএ/দীপ্ত সংবাদ