ভারতের আইপিএলে বাংলাদেশকে এবার প্রতিনিধিত্ব করবেন তিন ক্রিকেটার। যেখানে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে। তবে তাদের ছাড়পত্র নিয়ে ক্রমেই তৈরি হচ্ছে জটিলতা।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর। কিন্তু বাংলাদেশের সিরিজ চলমান থাকায় ৮ এপ্রিলের আগে ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে দেখা দিয়েছে সংশয়।
ধারণা করা হচ্ছে, ৮ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই আইপিএলে যেতে হবে সাকিব ও লিটনকে। তবে বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় মুস্তাফিজকে শুরু থেকেই পেতে পারে দিল্লি।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচের কাছে প্রশ্ন করা হয়েছিল আইপিএল নিয়ে। সেখানে বোর্ডের মতো চান্ডিকা হাথুরুসিংহেও সাফ জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে খেলাই বেশি গুরুত্বপূর্ণ।
হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে, আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা এখনও একইরকম আছে। এর কোনো পরিবর্তন হয়েছে বলে আমার জানা নেই। তাই আমার মনে হয়, আগে দেশ পরে আইপিএল।’
এফএম/দীপ্ত সংবাদ