শততম সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজ বহরের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের এমভি জাহান–১ নামের একটি জাহাজ রেজিস্ট্রেশনের মধ্যদিয়ে এই মাইলফলক অর্জন করে বাংলাদেশ। এতে সামুদ্রিক বাণিজ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের নৌ বাণিজ্য খাত।
মালিক কতৃপক্ষ জানায়, ‘এমভি জাহান–১ জাহাজটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যদিয়ে শততম সমুদ্রগামী জাহাজ বহরের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। তবে এটি দেশের জন্য প্রকৃতপক্ষেই গৌরবের, আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহনে এখন দেশের ১০০টি বাণিজ্যিক জাহাজ আছে। তবে কয়েক দিনের মধ্যে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। মেঘনা সেঞ্চুরি নামে আরও একটি জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে বলে জানা গেছে । জাহাজটি এখনও বাংলাদেশে আসেনি।’
জাহান– ১ নামের জাহাজটি নিবন্ধনের মধ্যদিয়ে ২৫টি বাণিজ্যিক জাহাজ নিয়ে এই খাতে সবার শীর্ষে রয়েছে কেএসআরএম’র মালিকানাধীন এসআর শিপিং। বাকি জাহাজগুলোর মধ্যে মেঘনা গ্রুপ ২৪টি সমুদ্রগামী জাহাজের মালিক। ১০টি জাহাজ নিয়ে তৃতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ, ৯টি কনটেইনার জাহাজ নিয়ে চতুর্থ অবস্থানে এইচআর লাইন আর ৭টি জাহাজ নিয়ে ৫ম অবস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
নৌ বাণিজ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নিজেদের কেনা জাহাজ রেজিস্ট্রেশন করে শততম সমুদ্রগামী জাহাজের মাইলফলক গড়ে ইতিহাসের অংশ হতে চেয়েছিল দেশের শীর্ষ দুটি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহি এমভি নিউ চ্যাম্প জাহাজটি কিনে শততম জাহাজ হিসেবে নিবন্ধন করাতে চেয়েছিল মেঘনা গ্রুপ। অন্যদিকে পানামার পতাকাবাহি নর্ড প্যাসিফিক জাহাজটি কিনে শততম জাহাজের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়তে চেয়েছিল কেএসআরএম গ্রুপ। দুটি প্রতিষ্ঠান একই সময়ে জাহাজ নিবন্ধনের জন্য আবেদন করলেও মেঘনা গ্রুপের জাহাজটি দেশে না আসায় আজ শততম জাহাজের নিবন্ধন পেয়ে গেল কেএসআরএম’র মালিকানাধীন এসআর শিপিংয়ের এমভি জাহান–১।
কেএসআরএম গ্রুপের উপ ব্যাবস্থাপনা পরিচালক ( ডিএমডি) শাহরিয়ার জাহান রাহাত বলেন, ‘এমভি জাহান–১ দেশিয় পতাকাবাহি বাণিজ্যিক জাহাজ বহরের শততম জাহাজ হিসেবে নিবন্ধিত হওয়ায় আমরা গর্বিত। কারণ এর মধ্যদিয়ে দেশের বাণিজ্যিক জাহাজ খাতে ইতিহাসের অংশ হতে পেরেছে এসআর শিপিং।’
জাহাজটির বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, ২০১৮ সালে নির্মিত এমভি জাহান–১ জাহাজটির ধারণ ক্ষমতা ৬১ হাজার ২২১ ডিডব্লিউটি। এর আগে জাহাজটি পানামার পতাকাবাহি ছিল। এসআর শিপিং জাহাজটি নিজেদের বহরে যুক্ত করার আগে জাহাজটির নাম ছিল নর্ড প্যাসিফিক। সম্প্রতি জাহাজটি কেনার পর এটির নাম দেয়া হয় এমভি জাহান–১। জাহাজটি ইন্দোনেশিয়ার বন্দর থেকে ৫৯ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৭ জুন চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আজ জাহাজটি ইনসপেকশন করে জাহাজটির নিবন্ধন নিশ্চিত করে নৌ বাণিজ্য অধিদপ্তর।
রুনা / আল / দীপ্ত সংবাদ