দেশের সকল নাগরিকের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিতে কাজ করছে সরকার। ১১টি মেগা প্রকল্প উদ্বোধন করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মল বাতাস ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতে, নতুন এসব প্রকল্পে সবুজায়নকে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গত অর্থবছরে, ১১টি বড় প্রকল্পের কাজ শেষ হয়। এর মধ্যে গণপূর্তের ছয়টি, গৃহায়ন কর্তৃপক্ষের তিনটি এবং রাজউকের দুটি প্রকল্প রয়েছে। এসব ভবনের পাশে খোলামেলা জায়গা ছাড়াও থাকছে, পর্যাপ্ত জলাধার। সোমবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে, এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিগত সরকারের আমলে ভূমিহীন ও গৃহহীনদের জন্য কোনো উদ্যোগ নেয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ গৃহহীন থাকবে না। তিনি জানান, শুধু জেলা শহরেই নয়, উপজেলা পর্যায়েও সকল সরকারি কর্মকর্মতাদের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার।
রাজধানীর রমনা পার্ক সম্প্রসারণের পাশাপাশি এর সৌন্দর্যবর্ধন করা হয়েছে জানিয়ে, শিশু-কিশোরদের সেখানে নিয়ে যেতে অভিভাবকদের আহ্বান জানান সরকারপ্রধান।