লালমনিরহাট কাশিপুর বিওপি সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১২ মে) বিকেলে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
আটক অভিযুক্ত রবিউল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে লালমনিরহাট বিজিবি– ১৫ ব্যাটালিয়ন আওতাধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর এলাকা দিয়ে মোটরসাইকেলে একজন লোক ভারতে স্বর্ণ পাচার করবে। এই সংবাদে কাশিপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযুক্তকে থামতে বললে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে পাশের ধানক্ষেত থেকে আটক করে।
আটক রবিউলের মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকির ভিতর থেকে নেটের ব্যাগে পেচানো ১টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট খুলে ১কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় তাকে ফুলবাড়ি থানায় হস্তান্তর করেছে বিজিবি।
এমি/দীপ্ত সংবাদ