রবিবার, নভেম্বর ৯, ২০২৫
রবিবার, নভেম্বর ৯, ২০২৫

দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ সম্পন্ন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ সম্পন্ন করেছে ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার, বাংলাদেশ (আইপিসিবি)

20 Hours Training for Carer’ শিরোনামে ৩ দিনব্যাপী (৭ থেকে ৯ নভেম্বর) এই লাইফ স্কিল প্রশিক্ষণ রাজধানী মিরপুরে ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড (বিএমআইএস) প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

১৫ জন দৃষ্টি প্রতিবন্ধী এবং ৩ জন সহকারী, দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক এবং দৃষ্টি প্রতিবন্ধী সন্তানের মায়েরাও এ প্রশিক্ষণে অংশ নেন। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বইয়ের মাধ্যমে প্রশিক্ষণটি পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।

ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার, বাংলাদেশ (আইপিসিবি) সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়ার পরিকল্পনায় আয়োজিত প্রশিক্ষণটি বাস্তবায়নে সহযোগিতা করেন দৃষ্টি প্রতিবন্ধী নারী এবং শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘রিয়েল ভিউ’ এর প্রধান ব্যক্তিত্ব ফাহিমা খাতুন।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, ‘এই প্রশিক্ষণ মানবিক স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায় সূচনা করেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের প্যালিয়েটিভ কেয়ারে যুক্ত করা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশকে উদাহরণ হিসেবে বিশ্বের সম্মুখে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।’

ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল অধ্যক্ষ গ্লোরিয়া চন্দ্রাণী বাড়ৈ বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমন মানবিক প্রশিক্ষণের অংশ হতে পেরে সত্যিই গৌরব অনুভব করছি। এই উদ্যোগ শুধু অংশগ্রহণকারীদের নয়, আমাদের শিক্ষার্থীদের মধ্যেও অনুপ্রেরণা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করবে।’

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার, বাংলাদেশ পরিচালক অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ বলেন, ‘সত্যিই আজ আমি অভিভূত। বিশ্বে যেখানে কেউ এই বিশেষ সীমাবদ্ধ মানুষদের নিয়ে ভাবেনিসেখানে আমরা বিশেষায়িত সেবার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই সাফল্যের মূল কৃতিত্ব অবশ্যই প্রশিক্ষণার্থীদের। তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি বাংলাদেশের এই ধারণা আগামীতে বিশ্বের অন্যান্য দেশেও বিস্তার লাভ করবে।’

প্রশিক্ষণ শেষে ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনপিসিএসবি কোষাধ্যক্ষ সালাহউদ্দীন আহমাদ, ডা. নূরজাহান বেগম, ডা. তাসনিম জেরিন, ডা. সীমা রাণী সরকার, ডা. নাদিয়া ফারহীন, লেখক আসিফ নবী, খালিদ আরাফাত অব্যয়, ফারজানা মালা, শাহাদৎ রুমন প্রমুখ।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More