হাইওয়ে পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার থেকে বেরিয়ে এলো ৪৯ বোতল ফেনসিডিল। বুধবার (২১ জুন) সকালে ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঘটনায় গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন (৩৮) কে তাৎক্ষণিক আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের মুমিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২১ জুন বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ সদস্যরা মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারকে থামানোর সিগনাল দিলে দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশও পিছু নিয়ে ওই গাড়িকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে গাড়িটি ফতেহপুর রাস্তার মাথায় হঠাৎ ইউটার্ণ নিতে চাইলে ডিভাইডারের সাথে আটকে যায়। তাৎক্ষণিক পুলিশ চালককে আটক করে। ওই গাড়ি থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আটককৃত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ