চট্রগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। এক প্রান্তে দ্রুতগতিতে রান তুলতে থাকেন রহমানউল্লাহ গুরবাজ। ১২৫ বলে ১৩ টি চার ও ৮ টি ছক্কায় ১৪৫ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। তাদের ওপেনিং জুটি থেকে আসে ২৫৬ রান, যা কিনা আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি। গুরবাজকে সাঝঘরে ফেরান সাকিব আল হাসান। পর পর তিন ওভারে ৩ উইকেট হারায় সফরকারীরা।
আরেক ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন ১১৯ বলে ১০০ রানের ইনিংস। তবে শেষ ১২ ওভারে নিয়মিত উইকেট তুলে নিয়ে রানের লাগাম কিছুটা টেনে ধরতে সক্ষম হয় টাইগার বোলাররা। টাইগারদের হয়ে মুস্তাফিজ, হাসান মাহমুদ, সাকিব ও মিরাজ নেন ২ টি করে উইকেট।
এই ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভাঙতে হবে। এর আগে ২০১৯ বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩২২ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।
ইমাম/দীপ্ত নিউজ