পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার‘ মুক্তি পেয়েছে ‘দীপ্ত প্লে‘তে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দীপ্ত টিভি কার্যালয়ে সৈয়দ শাকিল পরিচালিত এই ওয়েব ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
‘শুধু প্রেমে নয়, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সেই দেশপ্রেম নিয়ে দীপ্ত প্লে‘র পর্দায় হাজির জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ওয়েব ফিল্ম–এর ইউএনও চরিত্রে ধরা দিলেন ‘আইকম ম্যান‘ খ্যাত এ অভিনেতা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত হচ্ছে অ্যানিমেশন সিনেমা
দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ফিল্মটির শিল্পী ও কলাকুশলীরা বিশেষ প্রদর্শনীতে অংশ নেন। ফিল্মটির সাফল্যের ব্যাপারে আশাবাদী শিল্পীরা।
ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি কর্মকর্তা কী করতে পারেন, সেই গল্পই তুলে ধরেছেন নির্মাতা। আহসান হাবিবের গল্পে চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
অপূর্ব ছাড়াও ‘ইউএনও স্যার‘-এ অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুঁইয়াসহ অনেকে।
উল্লেখ্য, ‘ভিশন‘ নিবেদিত ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।
এসএ/দীপ্ত সংবাদ