ভারতের রাজধানী দিল্লির ভালসওয়া ময়লার ভাগাড় আশপাশের অন্তত দুই লাখ মানুষের জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে বের হওয়া মিথেন গ্যাসে দুষিত হচ্ছে বায়ু ও পানি। যা নানা রোগ সৃষ্টি করছে।
গ্লোবাল মিথেন ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্জ্য থেকে সর্বোচ্চ মিথেন নিঃসরণকারী দেশ হচ্ছে ভারত। বিজ্ঞানীরা জানান, কার্বন ডাই অক্সাইডের পর বিশ্ব জলবায়ু পরিবর্তনে অন্যতম ভূমিকা রাখছে মিথেন গ্যাস। কারণ এই গ্যাস অতিরিক্ত তাপ ধরে রাখতে পারে।
ভারতের অসংখ্য ময়লার ভাগাড়ের মধ্যে অন্যতম দিল্লির ভালসওয়া। এরইমধ্যে এখানকার ময়লার স্তুপের উচ্চতা ২০৩ ফুট ছাড়িয়েছে। প্রতি ঘণ্টায় গড়ে ২ মেট্রিকটন মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে এই ভাগাড় থেকে। যা শুধু বায়ু নয়, আশপাশের পানির উৎস দূষণের বড় কারণ। সিন এন এনের এক প্রতিবেদন বলছে, এই ভাগাড়ের আশপাশের পানিতে অ্যামোনিয়া ও সালফেটের পরিমাণ বেশি হওয়ায় নানা রোগ সৃষ্টি হচ্ছে।
দিল্লির একজন বাসিন্দা বলেন “এখানে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা কোথায় যাবো? বেশিরভাগেরই শ্বাস নিতে সমস্যা হয় এবং চোখ জ্বালাপোড়া করে।”
মিথেনের মাত্রা কমাতে নানা পদক্ষেপ নিলেও ১৩০টি দেশের মত গ্লোবাল মিথেন চুক্তিতে সই করেনি ভারত। কারণ দেশটির ৭৪ শতাংশ মিথেন গ্যাস নিঃসরণ হয় কৃষিখাত থেকে।
পরিবেশকর্মীদের দাবি বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক পণ্যের উৎপাদন বন্ধ এবং নাগরিক সচেতনতা বাড়লে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।