দিনাজপুর শহরে ইফতারির বাজারে রোজাদারদের আকৃষ্ট করছে মাংসের তৈরি নানা পদ। কিন্তু, দাম বেশি। তারপরও সাধ্যমতো কিনছেন সবাই।
রোজার শুরু থেকেই দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে বাহারি সব ইফতারির পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। আসরের পর প্রতিটি দোকানে বিক্রির ধুম লাগে।
গতানুগতিক ইফতারির সঙ্গে এবার যুক্ত হয়েছে খাসি ও মুরগির মাংসের বিভিন্ন পদ ও কাচ্ছি বিরিয়ানী। এছাড়া লাচ্ছি, ঘোল, হালিম, মিহিদানা ও ঘি জিলাপী যোগ করছে নতুন মাত্রা।
তবে, অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি বলে জানান ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। তাই, তাদেরকেও বেশি দাম নিতে হচ্ছে।
তবে মুখরোচক খাবারের বেলায় দামের বিষয়টি তেমন আমলে নিচ্ছেন না দিনাজপুর শহরের বাসিন্দারা।
যূথী/দীপ্ত সংবাদ