শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

দিনাজপুরে নারীর প্রতি সাইবার সহিংসতা বিষয়ে মতবিনিময়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ক্রিসেন্ট কিন্ডার গার্টেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেন, দেশে ক্রমশ বেড়ে চলা সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকারনারীরা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানির ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। স্কুলপড়ুয়া কিশোরী থেকে বিশ্ববিদ্যালয়ের তরুণী, কর্মজীবী থেকে গৃহবধূকেউই এই সহিংসতা থেকে রেহায় পাচ্ছেন না। সামাজিক ও মূল্যবোধের অভাবে সাইবার পরিসরে ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে।

তিনি বলেন, কয়েক দশক আগেও যেখানকার নারীদেরকে বলা হত পশ্চাৎপদ, সেখানে নারী শিক্ষা ও অগ্রায়ণে বিশ্বব্যাপী বাংলাদেশের নারীরা এখন সমাদৃত হচ্ছে পথিকৃৎহিসেবে। শিক্ষাদীক্ষার মতো নারীরা পিছিয়ে নেই প্রযুক্তির ব্যবহারেও। যাদের বড় একটি অংশ আবার যুক্ত রয়েছেন ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। কিন্তু সাইবারের মুক্ত জগতে নারী সমাজ কতোটা নিরাপদে বিচরণ করতে পারছেন? ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, নির্বাহী সদস্য রোকসানা বিলকিস, ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনিন আরা, তাপসী রানী, ৯ম শ্রেণীর ছাত্রী সাদিয়া বিনতে সফিক, বিপাশা কুন্ডু, জারাতুন তাজরিন, দেবশ্রী রায় প্রমুখ।

 

সুলতান মাহমুদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More