দিনাজপুরে চোর সন্দেহে তহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দিনাজপুর সদরের কাউগাও সাহেবগঞ্জ থেকে নিহত ব্যক্তি লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তহিদুল ইসলাম দিনাজপুর সদরের কাউগাও সাহেবগঞ্জ এলাকার মেহেরাব আলীর ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক নুর আলম লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, শুক্রবার জুম্মার নামাজের একটু আগে কয়েকজন যুবক তহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কাউগাও রেল লাইনের ধারে বাঁশের ঝাড়ের আটকে চোর সন্দেহে ব্যাপকভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে নূয়ে পড়লে স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা করে। পলি চিকিৎসক তরিদুলের অবস্থা আশঙ্কা জনক হয় চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। পরে কৌশলে অপহরণকারীরা তহিদুলের বাড়ির পাশে রেখে পালিয়ে যায়।
তহিদুলের মা অন্ধ হওয়ায় সে বিষয়টি বুঝতে না পেরে, মনে করছে ছেলে বাড়িতেই শুয়ে আছে। পরে দীর্ঘক্ষণ সে বিছানা থেকে না উঠায় কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসে তহিদুলের শরীরের বিভিন্ন ক্ষত চিহ্ন দেখার পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তহিদুলের নিধর দেহ দেখার পর নিশ্চিত হয়। সে মারা গিয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তহিদুলের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মগে প্রেরণ করে।
পুলিশের উপপরিদর্শক নুর আলম আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে যারা তহিদুল কে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বেধক পিটিয়ে হত্যা করেছে। তাদের নামের তালিকা পাওয়া গিয়েছে। অবশ্যই একটি হত্যা মামলা দায়ের করা হবে এবং অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
সুলতান/ আল/ দীপ্ত সংবাদ