দিনাজপুর সদর উপজেলার জেলা ম্যাজিস্ট্রেট ( ডিসি অফিস) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুই লক্ষ করে মোট চার লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
বুধবার (৬ মার্চ) দুপুর বারোটা থেকে সদর উপজেলার কিষান বাজার সংলগ্ন এমএইচ ব্রিক্স ও এমবিএম ব্রিক্স নামক দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
আরও পড়ুন: ফেনীতে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা
দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবায়েত আমিন রেজা বলেন, দিনাজপুর জেলায় ২৪১ টি ইট ভাটার মধ্যে ১৭৫ টি ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা গুলোর বিরুদ্ধে সরকার কর্তৃক নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
তিরি আরও বলেন, গত তিন দিনে জেলার দশটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থ জরিমানা আদায় করা হয়েছে। যে সমস্ত ইটভাটায় পরিবেশের ছাড়পত্র নেই এবং লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা গড়ে উঠেছে তাদের লাইসেন্স বাতিল করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বুলডোজারের মাধ্যমে ইট ভাটার কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
সুলতান/ সুপ্তি/ দীপ্ত নিউজ