মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

ত্বকী আমাদের বেদনার অংশ: নাট্যকার মামুনুর রশীদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিহত মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী শিল্পসংস্কৃতি ও বেদনার অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। বুধবার (৮ মার্চ )ত্বকী হত্যার ১০ বছর উপলক্ষে শীতলক্ষ্যা নদীর তীরে আলোর ভাসান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুর রশীদ বলেন, ‘ত্বকী আমাদের শিল্প, সংস্কৃতি ও বেদনার অংশ হয়ে গেছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্য নদীর পানি যেমন দূষিত হয়েছে, তেমনি আমাদের সমস্ত বাতাসও দূষিত হয়ে গেছে। ত্বকী হত্যা সেই সাথে বিচারহীনতায় একের পর দৃষ্টান্ত স্থাপন করেছে। ত্বকী এখন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। ত্বকী তার অসমাপ্ত জীবনের কথা বলছে। অসমাপ্ত যত বঞ্চিত মানুষ বিচারহীনতার শিকার, ত্বকী তাদের কথা বলছে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।’

তিনি আরও বলেন, ‘ত্বকী ছিল মেধাবী। তাকে হত্যার মধ্য দিয়ে মেধার মৃত্যু হয়েছে। মানুষ কোথা থেকে মূল্যবোধ শিখবে? কেন আরেকজনের জন্য দাঁড়াব ও প্রতিবাদ করব এগুলো আমাদের প্রাইমারি স্কুলে শিখিয়েছে। কিন্তু প্রাইমারি স্কুলে এখন চাকরি পেতে গেলে ১৬ থেকে ২০ লক্ষ টাকা লাগে।’ দ্রুততম সময়ের মধ্যে ত্বকী হত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্রসহ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভগবানী শংক রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ত্বকীয় বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, খেলাঘরের উপদেষ্টা রথীন চক্রবর্তীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেনর কর্মীরা। পরে ত্বকীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More