তেল আবিবে এক সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ছয়জন। শুক্রবার (৭ এপ্রিল) তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার প্রকৃত কারণ এখন জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, একটি গাড়ি তেল আবিবের সমুদ্র উপকূলবর্তী একটি এলাকায় উল্টে যাওয়ার আগে অন্তত একজনকে চাপা দেয় তখন সাথে সাথে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরও ৬ জন। নিহত ব্যক্তির বয়স(৩০) বছর। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ আরো জানিয়েছে, গাড়িটি একাধিক ব্যক্তিকে চাপা দেয়। একপর্যায়ে গাড়ি উল্টে আহত হন (৪৫) বয়সী চালক। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। সন্দেহভাজন এই হামলাকারীর কাছে অস্ত্রও ছিল। এটি সন্ত্রাসী হামলা।
এদিকে পর্যটক নিহতের ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সামরিক বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।
যূথী/দীপ্ত সংবাদ