বাসযোগ্য করতে রাজধানী শহর ঢাকা থেকে ট্রাক স্ট্যান্ড আশপাশে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন, নগর পরিকল্পনাবিদরা। শনিবার এক আলোচনায় তারা আরো জানান, ড্যাপে বেশকিছু অস্পষ্টতা আছে। স্থানীয় সরকারমন্ত্রী ট্রাক স্ট্যান্ড সরানোর পক্ষে মত দিলেও, একমত নন ঢাকা উত্তর সিটির মেয়র।
বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে শনিবার জনঘনত্ব, বাসযোগ্যতা ও টেইসই উন্নয়ন বিষয়ক আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। এতে অংশ নেন, নগরপরিকল্পনাবিদসহ অংশীজনেরা। বক্তারা জানান, প্রায় আড়াই কোটি জনসংখ্যার ঢাকা নগরী অনেক আগে থেকেই বসবাসের অনুপযোগী। বিকেন্দ্রীকরণের দাবিও এখন পুরোনো। কিন্তু ঢাকার ওপর চাপ কমানোর বিকল্প নেই।
সম্প্রতি ঘোষিত সংশোধিত ডিটেইল এরিয়া প্ল্যান- ড্যাপের সমালোচনা করেন, বক্তারা।সরকারের কিছু উদ্যোগের সুফল নগরবাসী পাচ্ছে জানালেও, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সরানো নিয়ে বিপরীতমুখী অবস্থানে স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকার উত্তর সিটির মেয়র।
বক্তারা আরও জানান, শুধু বড় শহর নয়, মাঠ পর্যায়ের উন্নয়নেও সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। কারণ গ্রাম বাদ দিয়ে উন্নত সমৃদ্ধ দেশ গঠন সম্ভব নয়।