তৃতীয় দিনের মতো রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং বটতলা থেকে পুরাতন বিএফডিসি গেট পর্যন্ত রাস্তা থেকে অবৈধ ট্রাক ও কাভার্ডভ্যান অপসারনে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ।
তেজগাঁও থেকে ট্রাকস্ট্যান্ড না সরালে, এর স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করছে পুলিশ।ট্রাকস্ট্যান্ড সরাতে সিটি করপোরেশনের কার্যকর ভূমিকা দরকার বলে জানিয়েছে সাধারণ পথচারীরা।
এই প্রেক্ষাপটে গত শুক্রবার (১৩ অক্টোবর) ও শনিবার (১৪ অক্টোবর) উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও পুলিশ। এরই অংশ হিসেবে তৃতীয় দিনের মতো মঙ্গলবার (১৭ অক্টোবর) উচ্ছেদ অভিযান অব্যাহত রাখে তেজগাও ট্রাফিক পুলিশ। তারা বলছেন এই সড়কে শৃঙ্খলা আনতে বেগ পেতে হচ্ছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের প্রচেষ্টায় ২০১৫ সালের ১০ ডিসেম্বর তেজগাওঁয়ে সড়কের ওপর থেকে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে পার্কিংমুক্ত এলাকা ঘোষণা করা হয়।
এর পর শ্রমিকরা সড়কের ওপর থেকে ট্রাক সরিয়ে ভেতরে টার্মিনালে রাখতে শুরু করে। নগরবাসীও স্বস্তির নিঃশ্বাস ফেলে। দখলমুক্ত হওয়া সেই রাস্তা বার বারই ট্রাক ও কাভার্ড ভ্যানের দখলে চলে যেতে থাকে।
তেজগাওঁ জোনের ট্রাফিক ইন্সপেক্টর মীর মো: শাহ আলম বলেন, তেজগাঁও থেকে ট্রাকস্ট্যান্ড না সরালে, এর স্থায়ী সমাধান সম্ভব নয়।
সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে অবৈধ ট্রাক ও কাভার্ডভ্যান অপসরনে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
এসএ/দীপ্ত নিউজ