আদালতের আদেশে তৃণমূল বিএনপিকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এরমধ্যে তৃণমূল বিএনপির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, কমিশন। দলটির প্রতীক সোনালী আঁশ। জামায়াত নেতাদের মধ্যে যারা যুদ্ধাপরাধী, তারা কোনো দল পাবেন না।
২০১৮ সালের ১৪ জুন শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে তৃণমূল বিএনপিকে নিবন্ধন না দেয়ার নোটিশ জারি করে, নির্বাচন কমিশন। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন, দলটির প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা। রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ৪ নভেম্বর তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। এর চার বছর পর ২০২২ সালের ১৮ ডিসেম্বর একই আদেশ দেয় আপিল বিভাগ।
মো. আলমগীর বলেন দশম ও একাদশ সংসদ নির্বাচনের সীমানা ধরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। কোন আবেদন জমা পড়লে তা নিষ্পত্তি করা হবে। মার্চ মাসের মধ্যে জানা যাবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কতোগুলো ইভিএম ঠিক আছে।