তুরস্ক ও সিরিয়ায় শক্তাশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত ৫০ হাজার ১৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই ৪৪ হাজার ২১৮ জন। আর সিরিয়ায় এই সংখ্যা ৫ হাজার ৯১৪। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ৮৪ হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে। বিগত শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলে দেড় কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন বিশেষজ্ঞরা।
চলতি মাসের (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বড় দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও ৯ হাজার আফটারশক আঘাত হেনেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সবশেষ আফটারশকটি হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। এতে আরও ৬ জনের মৃত্যু হয়।
এই ভূমিকম্পের পর দুই সপ্তাহ পার হয়েছে। এখনও মরদেহ উদ্ধারে কাজ করছেন তুরস্কের দুই প্রদেশের প্রায় আড়াই লাখ উদ্ধারকর্মী। তুরস্কের দুর্যোগপ্রবণ অঞ্চল থেকে এখন পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট ওই এলাকায় দুই লাখ বাড়ি তৈরির ঘোষণা দিয়েছেন। আগামী মার্চ মাসেই শুরু হবে এসব ভবন নির্মাণ।
সূত্র: আল জাজিরা
এফএম/দীপ্ত সংবাদ