মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

তীব্র তাপদাহে ছাত্রী মৃত্যুর পর আরও অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর একদিনের পরই একই বিদ্যালয়ের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবলআফতাব উচ্চ বিদ্যালয়ে তীব্র তাপদহনে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। এসময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া।

সংবাদ পেয়ে দ্রুত হসপিটালে ছুটে যান, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ সেলিম প্রমূখ।

ব্যাপক সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফগণ অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদান করেন। বহু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। তীব্র গরমে ১৬ জন শিক্ষার্থী এসেছিলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। এর মধ্যে ১৪ জন চিকিৎসা নিয়ে চলে গেছে জানান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

শাকিল মোল্লা/ আল/দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More