গাইবান্ধায় গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির কোন দেখা নেই। সেই সাথে গত ৩/৪ দিন ধরে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সাথে রয়েছে বিদ্যুতের সমস্যা। গত কয়েকদিন ধরে ৩৪ থেকে ৩৬ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে জেলা জুড়ে।
সোমবার (৫ জুন) সকাল ১০টায় রংপুর আবহাওয়া অফিস সুত্রে জানায় গাইবান্ধায় ৩৪ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন পুরোপুরিভাবে বিপর্যয় হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছেনা শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য সবাই ছুটছে গাছের ছায়াতলে। অতিরিক্ত গরমে শিশুরা ছুটছে বিভিন্ন শরবত ও পানীয়ের দোকানে। কোথাও কোথাও পুকুরে নেমে পড়ছে বৃদ্ধ ও শিশুরা।
চিকিৎসকরা বলছেন, গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র তাপদাহে শিশু, বৃদ্ধ ও রোজাদারদের খুব জরুরি কাজ ছাড়া বাহির বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ভবতোষ রায় মনা/আফ/দীপ্ত নিউজ