আন্দোলনের মাধ্যমে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, তাদের (তিতুমীর কলেজের শিক্ষার্থী) আন্দোলনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে; আমারও নাভিশ্বাস উঠে যাচ্ছে। তারা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। দিনের পর দিন তাদের দাবি–দাওয়া বেড়েই চলছে।
উপদেষ্টা বলেন, এর পেছনে কারা জড়িত এটাও কিন্তু আপনারা জানেন। আপনারা জেনেও প্রকাশ করেন না।
তিনি আরও বলেন, রেললাইন আটকে রেখে জনদুর্ভোগ তৈরি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে তাদের দাবি দাওয়া কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তারা যেন জনগণকে দুর্ভোগে না ফেলে।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা বলেন, ‘এই অবস্থায় আমার কি করা উচিত? এটা শুধু আমার একার দায়িত্ব নয়, এটা দেশবাসী সবার দায়িত্ব।
এদিকে, সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আলাদাভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিকতা প্রমাণ করতে হবে। দেশে এমন আরো কলেজ আছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছি তা যৌক্তিক দাবি নয়।
উল্লেখ্য, বিকেল ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী আমতলী মোড়ের দিকে অগ্রসর হন। মিছিলে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতি ছিল। এ সময় তাদেরকে ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিউই, টিউই টিউই’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’ ইত্যাদি স্লোগান ও বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।
এসএ