জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার সঙ্গে তোলা সেলফি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে পৌনে ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন— “With inspirational young woman leader Tasnim Zara”। যার বাংলা অনুবাদ দাঁড়ায়— “অনুপ্রেরণাদায়ী তরুণী নেত্রী তাসনিম জারার সাথে।”
ছবিতে তাদের দুজনকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। পোস্টটির নিচে অনেকে মন্তব্য করে তাসনিম জারার নেতৃত্বগুণ ও তরুণ প্রজন্মে তার প্রভাবের প্রশংসা করছেন।
ডা. তাসনিম জারা বর্তমানে এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি তরুণ নেতৃত্ব ও নারীর ক্ষমতায়ন নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তার অবস্থান স্পষ্ট ও সাহসী বলে তরুণদের মাঝে তিনি জনপ্রিয়তা পেয়েছেন।