৭৫ দিন পর তালা ভেঙে বিএনপি অফিসে ঢুকেছেন নেতাকর্মীরা।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কার্যালয়ে ঢোকেন কিছু নেতা–কর্মী। এ সময় সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা।
পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে ৭৫ দিন বন্ধ থাকার পর, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে তালা ভেঙে ঢোকেন, বিএনপির নেতাকর্মীরা।
এদিন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। অভিযোগ করেন, এই নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়নি।
৭ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীনরা গণতন্ত্রকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে, বিএনপি ও সমমনা দলের আইনজীবীরা।
এসএ/দীপ্ত নিউজ