দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাকে অভ্যর্থনা জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় সমবেত হন। এতে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।


বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করেন তারেক রহমান।
বিজ্ঞাপন
হাসপাতালে যাওয়ার আগে পাশে ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন।
তিনি যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।