দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘র মরদেহ রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাস ভবন নেয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী লাল–সবুজ পতাকা মোড়ানো গাড়িটি গুলশান ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পরিবার ঘনিষ্ঠ সদস্য ও দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
পরিবার সদস্যদের মধ্যে রয়েছেন—বেগম জিয়া‘র পুত্রবধূ জোবাইদা রহমান, নাতনী ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবার নিকটাত্মীয়রা।
এ ছাড়াও বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন— মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান‘সহ আরও অনেকে।
তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে নামাজে জানাজা দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এসএ