পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় ডিলারের কাছ থেকে সিনজেনটা কোম্পানির ড্রাগন তরমুজ বীজ কিনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা। বৃহষ্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী কৃষক পরিবারের শতাধিক নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
এসময় কৃষকরা জানান, স্থানীয় সিনজেনটা ডিলারের মাধ্যমে ৩ হাজার টাকা করে ড্রাগন জাতের বীজ প্যাকেজ কিনে ক্ষেতে বপন করেছে প্রায় অর্ধশতাধিক তরমুজ চাষি। তবে ড্রাগন বীজ বপন করলেও কৃষকের ক্ষেতে ছোট ছোট বিভিন্ন জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি কৃষকরা। ফলে ড্রাগন তরমুজ চাষীদের প্রায় অর্ধকোটি টাকার লোকশান হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এমি/দীপ্ত