এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকায় ১০ ডিসেম্বর তাদের সমাবেশ ঘিরে সরকার ভয় পাচ্ছে; কারণ ক্ষমতাসীরা নিজেদের ওপর আস্থা রাখতে পারছে না। গতকাল রাজশাহীতে দলটির বিভাগীয় গণসমাবেশে তিনি আবারও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
ভোর হওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যাকার্ড, ব্যানার এবং ধানের শীষ ও বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে রাজশাহী বিভাগের নেতাকর্মীরা। সমাবেশস্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন শ্লোগান দেন। এ সময় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকরা বিগত বছরে সরকারের দুঃশাসনের কথা তুলে ধরেন।
গণসমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জঙ্গি তৈরি করে, যখন তাদের দরকার হয়। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য জঙ্গিদের ব্যবহার করা হয়।
আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশসহ পরবর্তী কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন বিএনপির শীর্ষ নেতারা।