শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম শিকদারের মরদেহ চারুকলা অনুষদ প্রাঙ্গণে নেয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) বেলা ১১টার পর শামীমের মরদেহ ঢাবি চারুকলা প্রাঙ্গণে নেয়া হয়।
শামীম সিকদারের ভাস্কর্যগুলোর কিউরেটর মো. ইমরান হোসেন সংবাদমাধ্যমকে জানান, চারুকলা অনুষদে শ্রদ্ধা নিবেদন শেষে শামীম সিকদারের মরদেহ শহীদ মিনার কিংবা তার যেকোনো একটি ভাস্কর্য প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। তার পরিবারের সদস্য ও শিল্পীদের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা নেয়া হবে।
মোহাম্মদপুরে শামীম সিকদারের বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে বলেও জানান মো. ইমরান।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামীম সিকদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শামীম শিকদার ১৯৯০ সালে টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এবং ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক ভাস্কর্য নির্মাণ করেন। এর আগে ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন।শামীম শিকদার ২০০০ সালে একুশে পদক পান।
এমি/দীপ্ত