ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’। পাঁচদিন ব্যাপী এই উৎসবের তৃতীয় দিন ছিল আজ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি), সকাল ১০ টায় প্রদর্শিত হয়েছে সৈয়দ সালাউদ্দীন জাকি পরিচালিত ‘ঘুড্ডি’ (১৯৮০), দুপুর ১ টায় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘আবহমান’ (২০১০), বিকেল ৩:৩০টায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ (২০০৯), এবং সন্ধ্যা ৬:৩০টায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ (২০২৩) প্রদর্শিত হয়েছে।
উৎসবটি এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে এবং উৎসুক জনতা ও কলাকুশলীর ভিড়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে। আজকে আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ঐতিহ্যবাহী একটি আয়োজন আমার ভাষার চলচ্চিত্র। এখানে এসে এই উৎসব মুখর আবহ দেখে আনন্দবোধ করছি।’
আগামীকাল, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি), সকাল ১০ টায় প্রদর্শিত হবে জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ (১৯৭৩), দুপুর ১ টায় বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘টোপ’ (২০১৭), বিকেল ৩:৩০ টায় ইমতিয়াজ হোসেন পরিচালিত ‘জাস্ট আ জোক ডার্লিং’, এবং সন্ধ্যা ৬:৩০ টায় চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ (২০২৩) প্রদর্শিত হবে।
জহির রায়হান পরিচালিত ‘কখনো আসেনি’ (১৯৬১) চলচ্চিত্রের প্রদর্শনের মাধ্যমে পর্দা ওঠে উৎসবের ২২ তম আসরের। এছাড়াও প্রদর্শিত হয়েছে ‘অন্তর্যাত্রা’ (২০০৫),‘ডিয়ার সত্যজিৎ’ (২০০২), ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ (২০২৩), ‘আপনজন’, ‘ইছামতী’, ‘বাড়ির নাম শাহানা’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ (২০২৩)।
শেষদিন প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান। উৎসবটি চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। টিকিটের শুভেচ্ছা মূল্য মাত্র ৫০ টাকা। টিএসসির প্রবেশমুখের বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
আল / দীপ্ত সংবাদ