ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ১০ যানবাহনের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) মুন্সিগঞ্জ শ্রীনগর এলাকায় ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুর ভাঙা এলাকার বাসিন্দা। পেশায় বাস চালক।
শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, শ্রীনগরের ষোলঘর থেকে হাসাড়া এলাকার ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে ৪টি স্থানে সাকুরা পরিবহনসহ কয়েকটি বড় পরিবহনের যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানসহ ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। কোথাও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে। কোথাও একটি গাড়ি আরেকটির পেছনে ধাক্কা দিয়েছে। সবগুলো ঘটনাই ঘটেছে ঘন কুয়াশার কারণে। এ সব ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ষোলঘর পর্যন্ত ৭ থেকে ৮ কিলোমিটারে যানজট ছড়িয়ে পড়েছে।
এসএ